নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ইপিজেড আকমল আলী রোড খালপাড় এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১০:৩০ সময় সংবাদ সংগ্রহ করার জন্য ফরিদ নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে দৈনিক একুশের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রিয়াজ উদ্দিনকে অশ্লীন ভাষা গালাগালি সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশক হুমকি প্রদান করেন। এ ঘটনায় ইপিজেড থানায় একটি জিডি করা হয়, জিডি নং: ২০/ এ বিষয়ে জানতে ইপিজেড থানার এসআই মোঃ রাকিবুল আবেদীন জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের হুমকি দেয়ার এ ঘটনায় চট্টগ্রাম সকল সাংবাদিক সহ সকল সাংবাদিক সংগঠনগুলো ক্ষোভে ফুঁসে উঠেছে, এমনকি অনতিবিলম্বে হুমকিদাতা ফরিদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।