ডেক্স রিপোর্ট
তারি ধারাবাহিকতায় চট্টগ্রাম পাহাড়তলী থানা আওতাধীন সাগরিকা বিটক বাজার সংলগ্ন এলাকায় একটি পুকুরে জাল ফেলে অভিযান চালিয়ে (দুই) ২ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে ওই পুকুরে লুন্ঠিত হওয়া অস্ত্র পাওয়া যাইনি তবে অস্ত্র না পাওয়া পর্যন্ত এই অভিযানটি বহাল থাকবে পুলিশ জানায়, গত ৫ ই আগস্ট পাহাড়তলী থানায় হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা পিস্তল ৮টি, চায়নীজ রাইফেল ২ টি, এস এম জি ৩ টি, শটগান ৬ টি লুট করে নিয়ে যায়। সেই সাথে থানার ভিতর থেকে ৩৫ টি মোটর সাইকেল ও নিয়ে যায় দুস্কৃতিকারী। সোমবার ভোরে এক আসামীকে গ্রেফতার করা হলে তার তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। জাল ফেলে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সট - হোসেন মোহাম্মদ কবীর ভুঁইয়া, উপ পুলিশ কমিশনার, সিএমপি। সট: কাজী মো. তারেক আজিজ, এডিসি ( পি আর), সিএমপি।