1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক উপজেলা কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

গাজীপুর ভাওয়াল রেঞ্জ, এক যুগ ধরে বনের হত্যা কর্তা, এবং বনের রাজা ,সুভাষ চন্দ্র লস্কর।

মোঃ ওমর ফারুক রিপোটারঃ
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ ওমর ফারুক রিপোটারঃ

হুংকার গর্জন ও দাপটে চলাফেরার কারণে সিংহ কে বলা হয় বনের রাজা, কিন্তু ভাওয়াল বনের সিংহের দেখা না,মিললেও নতুন এক বন খেকো সন্ধান মিলেছে , যিনি বনভূমিকে নিজের রাজ্য মনে করে।

কিসের জুরে দীর্ঘদিন যাবত এক বিট থেকে অন্য বিটে প্রাইস পোস্টিং নিতেছে,,

তার প্রথম পোস্টিং হলো জাতীয় উদ্যান রেঞ্জ পার্কবিট।
দ্বিতীয় পোস্টিং হলো বাউপাড়া বিট,
তৃতীয় পোস্টিং হলো বারইপাড়া বিট,
৪র্থ পোস্টিং হলো ভবানীপুর বিট,
৫ম পোস্টিং হলো রাজেন্দ্রপুর বিকে বাড়ি বিট,
ষষ্ঠ পোস্টিং হলো আবার বাউপাড়া বিট,
সপ্তম অবস্থায় এখন রাজেন্দ্রপুর পশ্চিম বিটে বর্তমানে কর্মরত আছেন।

ঘুরেফিরে বারবার একই জেলায় কর্মরত থাকলে দুর্নীতির আখড়া বাড়বে না তো কি হবে,এই সুভাষ চন্দ্র লস্কর যখন যে বিটে কাজ করছে তখন সেই বিটের জবরদখল কারীদের হাত দরে বনের সম্পদ ধ্বংস করেছে।

একটি অফিস আদেশ নং ৫২০/ পি তারিখ ২৭/১১/২০১৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র লস্কর জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট কে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরে বদলি করা হয়েছে।

বদলি করার পরোও অবসরপ্রাপ্ত সি এফ তপন কুমার দে এর সুপারিশে বহল তদবিরে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকায় এখনো কর্মরত আছে, সরকারি নিয়ম নীতিমালা অনুসারে এক ডিভিশনের তিন বছর থাকতে পারবে।

কিন্তু সে ২০১৮ সাল থেকে অর্ধবতী বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয় কর্মরত আছেন পদে ছোট হলেও তিনি বনের সর্ব সেরা জবরদখল কারীদের ঘনিষ্ঠ ব্যক্তি, তৃতীয় শ্রেণীর কর্মচারী এই সুভাষচন্দ্র লস্কর, সরকারি খাতায় জিনি জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে গাজীপুরে রাজেন্দ্রপুর পশ্চিম বিটে, দায়িত্ব পালন করেছেন।

বন বিভাগের এক কর্মকর্তা ( নাম প্রকাশ অনিচ্ছুক) জানান দীর্ঘ দিন একই বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে চাকরির সুবাদে, এবং একই জেলায় দীর্ঘদিন চাকরি করার কারণে,সে বনের সম্পদকে তার হাতের ময়লা মনে করেন।

বাউপাড়া বিটে থাকাকালীন সময়, জবরদখল কারীদের সাথে সম্পর্ক থাকার কারণে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান, যাহা স্মারক নং ২২,০১,০০০০,১০৬,০৫,০০১,২০২৪-৪৬৩২ তাং ০৩-১০-২০২৪ খ্রিস্টাব্দে।

বর্তমানে রাজেন্দ্রপুর পশ্চিম বিটে আইসা জবরদখল কারীদের সহযোগিতায় বন বিভাগের সংরক্ষিত বনভূমির ধ্বংস সাধন করার পায়তারা করতেছে, সুভাষচন্দ্র লস্কর জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com