নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহর থানা আওতাধীন বড়পোল গোলচক্রে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সংগঠনের আয়োজনে (০৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেল চারটায় বড়পুর গোল চক্রে
আলোচনা সভায় অনুষ্ঠিত হয়
উক্ত সভাই সভাপতিত্ব করেন,
হালিশহর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি
হাজী মোহাম্মদ জানে আলম কম্পানি
এ সময় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ৭ই নভেম্বর ইতিহাস বিশ্লেষক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক এসএমএস গিয়াস উদ্দিন সম্রাট
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সদস্য হাজী মোহাম্মদ মহাসিন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলম এবং নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ‘৭ নভেম্বরের গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি দ্রুত বাংলার মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন। শহীদ জিয়া দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেন। ৭ নভেম্বর পালনের মাধ্যমে প্রকৃত অর্থেই জিয়াকে স্মরণ করা হয়েছে।
এসময় বক্তারা আর ও বলেন,সাবেক স্বৈরাচার সরকারের দ্যৌসরা এখনো আছে এ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত দেশের সচেতন জনতা সোচ্চার আছে। তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। তারা আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক প্রতিহিংসা কারণে নির্বাসনে রয়েছেন। তিনি অচিরেই বীরের বেশে দেশে ফিরবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।