মোঃশহিদুল ইসলাম থানচি বান্দরবান
নুর হোসেন দিবস উপলক্ষে বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ন ৩৮ এর দায়িত্বপূর্ণ এলাকায় দুস্কৃতিকারী সংঘটন কর্তৃক যাতে কোন প্রকার নাশকতা মূলক কর্মকান্ড সংঘটিত হতে না পারে সেজন্যে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার রাখার আলোকে বিশেষ টহল জোরদার করা হয়েছে।
রবিবার ১০ নভেম্বর ২০২৪ইংরেজি সারাদিনের জন্য এই টহল জোরদার করা হয়েছে যা ১ প্লাটুন বিজিবি সদস্য বলিপাড়া ইউনিয়নের অধীনস্থ মনাইপাড়া, ডাকছৈপাড়া, বলিপাড়া বাজার এলাকা অন্যদিকে এক প্লাটুন বিজিবি সদস্য থানচি বাজার এলাকায় মোতায়েন পূর্বক বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
নুর হোসেন দিবস উপলক্ষে বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় বলিপাড়া ব্যাটালিয়ন সদরে ১টি মনিটরিং সেল গঠন করা হয়, দায়িত্বপূর্ণ এলাকায়, সকল আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে সার্বক্ষনিক সমন্বয় অব্যাহত রয়েছে।