প্রেস রিলিজ:
গত ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন জানে আলম দোভাষ সড়কস্থ বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখে রিফাত স্টোর নামক দোকানের সামনে সিএমপির বাকলিয়া থানার এসআই (নি.) মোঃ মনজুরুল আলম ভূঁইয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাদককারুবারি মোঃ জামাল উদ্দিন (৪৮)-কে ২,৯৮৫ (দুই হাজার নয়শত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,২৫,০০০/- টাকা ও ০১টি SUZUKI GIXXER SF মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।