কামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি
ঝিনু আকতার (২২), পিতা আবদুল মন্নান, মাতা রোকেয়া বেগম, জাতীয় পরিচয় পত্র নং ৫৫৬১৬৯৯১৬৮, ঠিকানা স্থায়ী)-০৭ নং ওয়ার্ড রক্ষা তালুকদার বাড়ী, গ্রাম-পশ্চিম গোমদন্তী, ইউনিয়ন/ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী (পৌরসভা), থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম মোবাইল নং-০১৭৮০৮৬৩৭১৮।
এই বিষয়ে ঝিনু আকতার বলেছেন , গত ০৪/১১/২৪ ইং তারিখ সময় অনুমান সকাল ১০.৩০ ঘটিকা সময় অত্র বোয়ালখালী থানাধীন কাননগো পাড়া সিএনজি স্টেশনের রাস্তার মোড়ে আমার এসএসসি সার্টিফিকেট যাহার রোল নং-৫০৬৭৪২ রেজিস্ট্রেশন নং-১৪১৪৬৬৫৫৬৭ শিক্ষাবর্ষঃ-২০১৫-২০১৬ এবং এইচএসসি সার্টিফিকেট যাহার বোন নং-৪১৯২৫২.রেজিস্ট্রেশন নাম্বার -১৪১৪৬৬৫৫৬৭ শিক্ষাবর্ষ ১-২০১৭-২০১৮, এবং আমার ছোট ভাই মোঃ জায়েন এর পাসপোর্ট যাহার নম্বর -A05572076 একটি ফাইল হারিয়ে যায়। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করিয়া কোথাও পাওয়া যায়নি। খোঁজাখুজি চলো মান আছে।
এ বিষয়ে বোয়ালখালী থানায় একটি হারানো অভিযোগ করা হয়