ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় ছোট দারোগারহাট মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ ইমরুল হক (৪৮) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
ছোটদারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা।
নিহত মোঃ ইমরুল হক এর বাড়ি খাগড়াছড়ি জেলা ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরুল মোটরসাইকেল যোগে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আবদুল হাকিম বলেন, মোটরসাইকেল আরোহী মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পিছন থেকে একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।