ক্রাইম রিপোর্টার মোঃ ছৈয়দুল করিম খান চট্টগ্রাম
প্রশাসনকে অবৈধভাবে বদলির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা ১৬/১১/২০২৪
দুপুর ০৩ টা থেকে ০৬ টা ৩০ মিনিট চট্টগ্রাম সীতাকুন্ড ফৌজদারহাট প্রধান সড়ক থেকে সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির অবরুদ্ধ করে ছাত্র জনতার মানব বন্ধন করেন প্রশাসনকে অবৈধ বদলি ও চট্টগ্রাম সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদকে অবৈধ বদলি প্রশাসনকে ফ্যাসিবাদীদের দোসরমুক্ত করার দাবীতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি করেন,
ছাত্রদের সমন্বয়করা বলেন শত শত শহীদের রক্তের বিনিময়ে ২০২৪ এর স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এখনো কিছু কিছু স্থানে হয়নি পতন গত ৫ আগস্ট শত শত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে হয়েছেন রদবদল ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার কারণে কিছু স্থানে হয়নি পতন এ সময় ছাত্ররা আরো বলেন এএসআই মাসুদকে অবৈধভাবে বদলি করেছে এরকম কত কতশত পুলিশকে অবৈধভাবে বদলি করছে তা আমাদের কাছে অজানা আজকে আমরা এএসআই মাসুদকে তার কথা শুনে নয় সমস্ত পুলিশ প্রশাসনের বদলির বিষয় নিয়ে দাবি রাখছি, আমরা যতটুকু কথা বলেছি এএসআই মাসুদর সাথে সে আমাদেরকে জানাই আমার কোন অপরাধ নেই যদি কোন অপরাধ থেকে থাকে বিভাগীয়ভাবে আইনগতভাবে ব্যবস্থা নিতে উপরের কর্মকর্তারা, কোন অপরাধ ছাড়াই আমাকে বদলি করে দিচ্ছে তারা,ছাত্ররা আরো বলেন
এএসআই মাসুদকে অবৈধভাবে বদলি করেছে তারা,ছাত্ররা আরো বলেন চট্টগ্রাম সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদকে রাখতে হবে দুই দিনের মধ্যে বিষয়টা সমাধান করার জন্য হুঁশিয়ারি দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ছাত্ররা অবশেষে আরো বলেন আওয়ামী লীগের রায় এখনো রয়েছে থানায় তারা আমাদেরকে অনেক ভাবে হয়রানি করেছে তারা হলেন এএসআই মাহফুজ এসআই আশরাফ তারা আওয়ামী লীগের লোক ছিলেন আমাদেরকে অনেকভাবে হয়রানি করেছে তারা তাদেরকে দুই দিনের ভিতর চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন যদি তারা ঠিকঠাক না করে আরো কঠোরভাবে কঠোর পদক্ষেপ নিবে বলে জানান
সীতাকুন্ড থানার ওসি বলেন দাবির বিষয় নিয়ে এসপি সাহেবকে জানিয়েছি এবং কি এএসআই মাসুদকে বদলি করেছে ঢাকা হেড অফিস থেকে এটা সারা বাংলাদেশের রুটিন অনুসারে পাল্টানো হয়েছে থাকে কোথায় রাখতে হবে না রাখতে হবে পুলিশের উদ্বোধনক কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নিবে তদন্ত সাপেক্ষে জানা যাবে, এএসআই মাহফুজ এসআই আশরাফ তাদের ব্যবস্থা নিয়ে খুব শিগ্রই আপনাদেরকে জানানো হবে
সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ মুঠোফোন জানায় ভাই আমি খুব অসুস্থ মেডিকেলে ভর্তি রয়েছি ছাত্ররা কেন আমার পক্ষে আমার প্রশাসনের পক্ষে বদলির বিষয় নিয়ে মানববন্ধন করতেছে তা আমার জানা নেই, সাংবাদিক যখন এএসআই মাসুদ জিজ্ঞেস করে আপনি কখন এসেছেন সীতাকুন্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির তখন তিনি বল আমি ০৫ আগস্ট সরকার পতনের পরে ০৫/০৯/২০২৪ এসেছিলাম দুই মাসও হয়নি,ভাই আমি খুব অসুস্থ মেডিকেলে ভর্তি রয়েছি পরে কথা বলব।