1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

মনোহরগন্ঞ্জ মৈশাতুয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সমাবেশ

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনায় দলের জন্য যার যার অবস্থান থেকে দলে ভূমিকা রাখতে হবে। নেতা কর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে। প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, বিএনপি এখন দুইভাগে বিভক্ত। একভাগে রয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। আরেকভাগে আছে সুবিধাবাদীরা। যারা অতীতে আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন, তারাই এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সর্বস্তরের নেতাকর্মীরাদেরকেও এদের বিষয়ে সজাগ থাকতে হবে। মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক ডাকসু নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী, মোঃ আবু ইউসুফ ভূইয়া, সাবেক সহ-সভাপতি মোবারক উল্লাহ মজুমদার, কাজী আবুল বাশার কিরন, মোঃ জহিরুল হক ভূইয়া, সাবেক সেক্রেটারি শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম ফারুক, বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান, অ্যাডভোকেট দেওয়ান সামসুল হক, মোঃ মোবারক হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মাসুদুল আলম বাচ্চু, মহিবুল্লাহ শাহিন, জাফর ইকবাল বাচ্চু, মোঃ হারুনুর রশিদ চেয়ারম্যান, আবু বকর চেয়ারম্যান, বিশ্বতম সাহা বিশু, রমেন্দ্র ভট্টাচার্য, আবু মুছা মোল্লা, অ্যাডভোকেট নুরুল আলম, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ (দক্ষিণ ঝলম), অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাপন, রিয়াজ মাহমুদ সুমন, মোঃ আনোয়ার হোসেন, আবুল বাশার, মঞ্জুরুল ইসলাম। মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশজসিম মেহেদী ও হাছান পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে মোঃ রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com