অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
রংপুরের মিঠাপুকুরে এম,এ খালেক মেমোরিয়াল ইস্কু শিক্ষার্থীদের মান উন্নয়নও ভালো মানুষ বানানোর লক্ষে অভিভাবক সমাবেশ ও পুরুষকার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রানীপুকুর ইউনিয়নে অবস্থিত অত্র ইস্কুল প্রাগ্হনে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশ শুভেচ্ছা বক্তব্য রাখবেন, এম, এ খালেক মেমোরিয়াল ইস্কুলে অধ্যক্ষ আদ্বস সাফি ফিরোজ। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর ইস্ক এন্ড কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, এম, এ খালেক মেমোরিয়া ইস্কুলের উপদেষ্টা ও রানীপুকুর ইস্ক এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ রুমি বেগম ও সাবেক বিডিআর সদস্য ও রানীপুকুর বাজার সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ শামীমা আক্তার, হ্যাপি বেগম আদ্বুর রহিম প্রমুখ। এর আগে, শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম, নাত, কেরাতসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় ১৫ জন বিজয়ী, শ্রণী ভিত্তিক ৩৭ জন ভালো ফলাফল অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে পুরুষকার ও আর্থিক সহযোগিতা প্রধান করেন অতিথিবৃন্দ।