অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
প্রতিনিয়তই হচ্ছে মোটরসাইকেল ছিনতাই। গত ৫ আগস্টের পর বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন ঢাকা রংপুর মহাসড়কের গত কয়েকদিন একটি মৃত্যু দেহ উদ্ধার ১১টি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।মোটরসাইকেল আরোহী,রিক্সাসাভ্যান, অটোরিক্সা চালক সহ পথচারীদের এখন আতঙ্কে জায়গায় হচ্ছে ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন হাইওয়ে রাস্তাটি। এমন কি গতকাল রাতে এক পুলিশ সদস্য অস্ত্র মুখে জিম্মি করে একটি মোটরসাইকেল ও নগত টাকা ছিনতাইজের ঘটনা ঘটেছে। বলদিপুকুর পল্লী বিদ্যুৎ সামনে ঢাকা রংপুর মহা সড়কের পশ্চিম পাশে রাতে টহল পুলিশের নজরদারি একান্ত জরুরি।