টেলিটক ডেস্ক
জাতীয় ঐক্যের ভিত্তিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল করতে এগিয়ে আসতে হবে- মাওলানা মুহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ তাদের ১৫ বছরের শাসনামলে দেশের প্রতিটি সেক্টরকে কলুষিত করে ফেলেছে। দেশের শাসন ব্যবস্থাকে একদলীয় রূপ দিয়ে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে।
সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে জাতীয় ঐক্যকে ভেঙে চুরমার করে ফেলেছিল। এহেন দুঃসহ পরিস্থিতি থেকে দেশের মানুষকে মুক্তি এনে দিয়েছে তরুণ ছাত্র-জনতা। তাই তরুণ প্রজন্মের বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ভিত্তিতে দল-মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।
জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন