ডেস্ক রিপোর্ট
অস্ট্র্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভিয়েনার হেলওয়াগটাসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল। এই সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, শফিকুর রহমান বাবুল, মনোয়ার পারভেজ, বিল্লাল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব খান শামীম, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আমিনুল ইসলাম কাঞ্চন, আরিফ হারুন অর রশিদ, আশরাফুল আলম, অস্ট্রিয়া ছাত্রলীগ নেতা ফকীর রাসেল আহমেদ প্রমুখ।