অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর
গত ২২ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৭ঃ৪৫ ঘটিকায় রংপুর জেলা ডিবির এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গী অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানাধীন ১০ নং বালুয়া মাসিমপুর ইউপির, হাছিয়ার দাড়ারপাড় গ্রামের পলাতক আকমল হোসেন (৪২) এর ভোগ দখলকৃত জমির পানের বরজের ভিতরে পূর্ব পাশে পান চাষাবাদ করা অবস্থায় ২ টি বড় সবুজ রঙের কাচা গাঁজা র গাছ যার ডালপালাসহ উচ্চতা ১০ ফুট আনুমানিক ২৯ কেজি ৬০ গ্রাম ওজনের তাজা গাছ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জদ্ব করে। ঘটনাস্থলে ডিবি পুলিশের অভিযানে বিষয়ে টের পেয়ে অভিযুক্ত ১। মোঃ আকমল হোসেন (৪২), পিতা- মোঃ ছবেদ আলী, সং – হাছিয়া দাঁড়ায় পাড়, থানা- মিঠাপুকুর, জেলা – রংপুর পালিয়ে যায়। উক্ত পালাতক অভিযুক্তকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে জদ্বকৃত মালামাল নিয়ে থানা এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজি করা হয়।