1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
রাঙ্গুনিয়া ফেরিঘাট এলাকা হতে ৬জন আটক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার

সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু

সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কামরুল এনাম সিদ্দিকী প্রকাশ জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যবসায়ীর ওপর চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা অতর্কিত হামলার অভিযোগ উঠে এ বিষয়ে বাদী সীতাকুণ্ড মডেল থানায় একটি

মামলা দায়ের করেন। যার মামলা নং – ৩২ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬

২১ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সংলগ্ন পূর্ব বাঁকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে।পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

 

হামলাকারীরা হলেন ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃ দিদার (৩৫), পিতা-শামসুল আলম, সাকিব (২২), পিতা-ননা মিয়া, হৃদয় (২৩), পিতা-অজ্ঞাত, মাতা নার্গিস আক্তার সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

 

সীতাকুণ্ড মডেল থানায় মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ শেফায়েত উল্লাহ (৪০) বলেন,

আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।আমার দুলাভাই কামরুল এনাম ছিদ্দিকী প্রকাশ জাহাঙ্গীর(৫৫) একজন ব্যবসায়ী।আমার দুলাভাইয়ের ইট,

বালু ও রড সিমেন্টের ব্যবসা রয়েছে।ব্যবসার বিষয় নিয়ে আমার দুলাভাইয়ের সঙ্গে বিভিন্ন জনের মত পার্থক্য আছে।

বিবাদীরা উশৃংখল ও খারাপ প্রকৃতির।তারা এলাকায় বিভিন্ন অপকর্মে সঙ্গে জড়িত।

অজ্ঞাতনামা ব্যবসায়ীর ইন্ধনে বিবাদীরা আমার দুলাভাইকে ফোন করে কথিত গ্রাহকের পরিচয়ে পাওনা টাকা পরিশোধের কথা বলে প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসতে বলে।আমার দুলাভাই সরল বিশ্বাসে সিএনজি অটোরিকশা যোগে উক্ত স্থানে আসিলে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে সিএনজি থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল,ঘুষি ও লাথি মারিতে থাকে।

এক পর্যায়ে ১ নং বিবাদীর হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দ্বারা আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারিতে থাকে।

বিবাদীর ওই কোপে আমার দুলাভাইয়ের মাথায় কাটা রক্তাক্ত গুরুত্বর জখম হয়।

২ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দ্বারা আঘাত করিয়া দুলাভাইয়ের বাম হাতের কনুইয়ের উপর হাড় ভাঙ্গা জখম হয়।এছাড়া ৩ নং সহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদী গণের হাতে থাকা লোহার রড,

লাঠি দ্বারা এলোপাতাড়ি আঘাতে ভিক্টিমের বাম পায়ে থেঁতলানো জখম সহ সারা শরীরের নীলা ফুলা জখম হয়।বিবাদীগণ দুলাভাইয়ের হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়।

এসময় গুরুত্বর অবস্থায় প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।বর্তমানে তিনি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাঁকখালী এলাকায় একজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা সম্পর্কে অবগত আছি।

এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামীদের গ্রেফতারের ব্যাপারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com