1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

রংপুরের বীজ আলু সংকট দিশাহারা কৃষক রংপুরের পীরগঞ্জে বীজ আলুর সংকটে দিশাহারা কৃষক।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।

এক দিকে খাবার আলুর বাজার মুল্য বেশি।অন্যদিকে বীজ আলু কিনতে শুনতে হচ্ছে দ্বিগুণ টাকা সে সঙ্গে সংকট। এ দুইয়ে মিলে নাজেহাল অবস্থা কৃষকদের। ফলে জমি তৈরি করে ও চাষিরা আলু চাষ করতে পারছেন না। পীরগঞ্জ উপজেলা আলুর জন্য বিখ্যাত হলেও বীজ সংকটের কারণে এবার আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বেশি দামে আলুর বীজ কিনে চাষ করার পর মুলধন ঘরে তুলতে পারবেন কি না, সে শস্কায় কপালে চিন্তার ভাজ। আর সংকটের সুযোগ নিয়েছে বেসরকারি বীজ পরক্রিয়াজাত কোম্পানিগুলো। জানা গেছে পীরগঞ্জ উপজেলার অনেক ইউনিয়নে কৃষকরা জমিতে বছরে তিন করে ফসল চাষ করছেন। ইরি- বোরোধান চাষের আগেই অনেক জমিতে আলু, সরিসষা, পেঁয়াজ চাষ করেন। এছাড়া ও ৬০ থেকে ৯০ দিনের রবি ফসল আবাদ করে কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন বলেই ব্যাপক হারে আলু আলু চাষে ঝুঁকছেন। আলুর পরই ইরি- বোরোধান লাগানো সম্ভব হয়।উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি মৌসুমে পীরগঞ্জের ৩৩১টি গ্রাম ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাভজনক হওয়ায় লক্ষ্যমাত্রার চেওয়েও বেশি আবাদ হতে পারে। গতবারের চেয়েও বেশি আবাদ হতে পারে। গতবারের চেয়ে এবারে প্রায় ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। নাম না প্রকাশের শর্তে পীরগঞ্জের কৃষি কল বীজ হিমাগার, শান্তনা কোন্ড স্টোরেজ, তছির উদ্দিন কোন্ড স্টোরেজসহ কয়েকটি হিমসাগরের আলু ব্যবসায়ী জানান, ব্রাক, সুপ্রিম সীডস এবং ওয়ান কেয়ার কোম্পানি তাদের বীজ আলু হিমাগার থেকে ট্রেকে লোড করে ডিলারদের কাছে পাঠাচ্ছে। কৃষকরা সরাসরি বীজ পাচ্ছেন না। অপরদিকে বিএডিসির বীজ এখনো আসেনি। যেটুকু বরাদ্দ আসে, তা সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় বলে অভিযোগ রয়েছে। মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, ব্রাকের প্রতি কেজি স্টিক এবং পাকড়ি আলুর বীজ ১৩০ টাকা এবং দাম( ইন্দুরকানি) ৭০ টাকা দরে কিনে আলু লাগাচ্ছি।রামানাথপুর(২য় পৃষ্ঠায় ৬ কলাম)

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com