1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

রংপুরের বীজ আলু সংকট দিশাহারা কৃষক রংপুরের পীরগঞ্জে বীজ আলুর সংকটে দিশাহারা কৃষক।

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।

এক দিকে খাবার আলুর বাজার মুল্য বেশি।অন্যদিকে বীজ আলু কিনতে শুনতে হচ্ছে দ্বিগুণ টাকা সে সঙ্গে সংকট। এ দুইয়ে মিলে নাজেহাল অবস্থা কৃষকদের। ফলে জমি তৈরি করে ও চাষিরা আলু চাষ করতে পারছেন না। পীরগঞ্জ উপজেলা আলুর জন্য বিখ্যাত হলেও বীজ সংকটের কারণে এবার আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বেশি দামে আলুর বীজ কিনে চাষ করার পর মুলধন ঘরে তুলতে পারবেন কি না, সে শস্কায় কপালে চিন্তার ভাজ। আর সংকটের সুযোগ নিয়েছে বেসরকারি বীজ পরক্রিয়াজাত কোম্পানিগুলো। জানা গেছে পীরগঞ্জ উপজেলার অনেক ইউনিয়নে কৃষকরা জমিতে বছরে তিন করে ফসল চাষ করছেন। ইরি- বোরোধান চাষের আগেই অনেক জমিতে আলু, সরিসষা, পেঁয়াজ চাষ করেন। এছাড়া ও ৬০ থেকে ৯০ দিনের রবি ফসল আবাদ করে কৃষকরা ফসল ঘরে তুলতে পারেন বলেই ব্যাপক হারে আলু আলু চাষে ঝুঁকছেন। আলুর পরই ইরি- বোরোধান লাগানো সম্ভব হয়।উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি মৌসুমে পীরগঞ্জের ৩৩১টি গ্রাম ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লাভজনক হওয়ায় লক্ষ্যমাত্রার চেওয়েও বেশি আবাদ হতে পারে। গতবারের চেয়েও বেশি আবাদ হতে পারে। গতবারের চেয়ে এবারে প্রায় ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। নাম না প্রকাশের শর্তে পীরগঞ্জের কৃষি কল বীজ হিমাগার, শান্তনা কোন্ড স্টোরেজ, তছির উদ্দিন কোন্ড স্টোরেজসহ কয়েকটি হিমসাগরের আলু ব্যবসায়ী জানান, ব্রাক, সুপ্রিম সীডস এবং ওয়ান কেয়ার কোম্পানি তাদের বীজ আলু হিমাগার থেকে ট্রেকে লোড করে ডিলারদের কাছে পাঠাচ্ছে। কৃষকরা সরাসরি বীজ পাচ্ছেন না। অপরদিকে বিএডিসির বীজ এখনো আসেনি। যেটুকু বরাদ্দ আসে, তা সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় বলে অভিযোগ রয়েছে। মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, ব্রাকের প্রতি কেজি স্টিক এবং পাকড়ি আলুর বীজ ১৩০ টাকা এবং দাম( ইন্দুরকানি) ৭০ টাকা দরে কিনে আলু লাগাচ্ছি।রামানাথপুর(২য় পৃষ্ঠায় ৬ কলাম)

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com