মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
উপজেলার তিন্দু ইউনিয়ন এলাকায় বিজিবি কতৃক অস্ত্র উদ্ধার করার খবর পাওয়া গেছে।
জানা যায় যে গত ১৭নভেম্বর ২০২৪ ইংরেজি উপজেলার ২ নং তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় হাজরাংপাড়ায় বিজিবি কর্তৃক উদ্ধার হওয়া নিম্নলিখিত অস্ত্র, কার্তুজসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
বলিপাড়া ৩৮ বিজিবির নায়েক সুবেদার ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে উদ্ধার করা অস্ত্র ২২শে নভেম্বর ২০২৪ ইং সময় থানচি থানায় জমা দেওয়া হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দেশীয় তৈরী ১ নলা গাদা বন্দুক ২ টি।কাঠের তৈরী দেশীয় পিস্তল ১ টি।কার্তুজ ২ রাউন্ড।কার্তুজের খালি খোসা ১ টি।অস্ত্র পরিস্কারের ক্লিনিং কিটস- অয়েল বোতল ১ টি।অয়েল ব্রাশ ১ টি। কটন এক বান্ডেল।কম্ব্যাট পোশাক শার্ট১ টি।
এ বিষয়ে জানতে চাইলে থানচি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বলেন বিজিবি কর্তৃক উদ্ধার হওয়া পরবর্তী থানায় জমা দেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অস্ত্র সরঞ্জাম থানায় জমা দেওয়া হয়েছে এবং জিডি করা হয়েছে আইন অনুযায়ী কোর্টে প্রেরণ করা হবে।