মোঃ রাকিব হোসেন স্টাফ রিপোটার গাজীপুরঃ
ঢাকা ডিভিশনের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের গাজীপুর ভাওয়াল রেঞ্জের বারইপাড়া বিটে চলছে নিরব বাণিজ্য,
বৈষম্য বিরোদি ছাত্র আন্দোলনের পর থেকে বন বিভাগের বিভিন্ন জাগায় জবরদখল করা হয়,,তারিন্যায় বারইপাড়া বিটে বর্তমান সময় কে কাজে লাগিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ,, ৭০%জবরদখল আর ৩০%হচ্ছে বারইপাড়া বিটের নিরব বাণিজ্য যেমন ঘরবাড়ি স্থাপনা ডিমারগেশন ছাড়া ফাউন্ডেশন এবং ছোট বড় রাস্তা,,
বর্তমানেও ভাওয়াল রেঞ্জের বারইপাড়া বিট অধিনে গাজীপুর সদর থানা ভাওয়াল ঘর ইউনিয়ন রানীপুর এলাকায় নুরে নাজনীন রিসোর্ট, এর সাথে বারইপাড়া মৌজা সিএস ২৮৬৮ আরএস ২৬৬৮ নং দাগের বাদাই করা হচ্ছে ৫০০ ফিটের রাস্তা,,এবং রিসোর্টের পশ্চিমে বনের মাঝ খানে ফাকা জাগায় গাছ কেটে স্কয়ার ভাবে অনুমান একবিগা বনের জমির উপর বালু ফেলে রুলার করা হচ্ছে,,যে খানে করা হবে স্থাপনা বারইপাড়া বিট দেখেও যেনো দেখেনা। এ বিষয়টি নিয়ে আবারো আসছি। দ্বিতীয় পর্বে । এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।