সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়।
কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আঠারো তম ম্যাচে শুক্রবার সাড়ে তিনটায় মছজিদ্দা একাদশ সোনাইছড়ি এফসি বিপক্ষে মাঠে নামে ফুটবল একাদশ। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে যায় মছজিদ্দা একাদশ এবং শেষার্ধ দুই গোল করে ১-২ তে জয়লাভ করে মছজিদ্দা একাদশ।
এ সময় গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করে সম্রাট।
এতে তরুণ প্রজন্মের পক্ষ থেকে মছজিদ্দা একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শফিউল আলম শফি।
টিমে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন ইমন,
ইব্রাহিম, রিপন,রানা, রাব্বি,সামির,পাবেল , রিংকু,শিহাব, মিঠু, মেহেদী ,সাকিব, মারুফ,সম্রাট।
টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
টুর্নামেন্টের সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে।
সর্বমোট ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবং টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী।
ম্যাচ এলাকার সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কুমিরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন,
কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেনসহ প্রমূখ।