ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
রংপুর নগরীর গনেশপুর এলাকার বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোলিংয়ের এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের পরে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষাকদের বিরুদ্ধে। এ ঘটনায় সহপাঠীদের মাঝে চলছে শোকের মাতম ও কান্না আহজারি।
পুলিশ এ ঘটনায় এক শিক্ষক ও ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর নাম সিয়াম। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫ নম্বর বালারহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক ঝালাই এলাকার ভুট্টা মিয়ার ছেলে।
এ ঘটনায় সিয়ামের বাবা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায়একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দুই ভাইয়ের মধ্যে সিয়ামই বড়। গত বৃহস্পতিবার দুপুরে সিয়ামের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।
শুক্রবার সকালে ছুটি নিয়ে বাড়িতে আসবে। এ জন্য তার মা মাংস কিনে রেখেছিলেন। কিন্তু সিয়াম লাশ হয়ে বাড়ি ফিরল।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় অন্যান্য শিক্ষার্থীরা নামাজ পড়তে এলেও সিয়াম আসেনি।
খোজাখুজির পড়ে রাত ৯ টার দিকে মাদ্রাসার তৃতীয় তালার একটি পক্ষে সিয়ামের মরদেহ দেখতে পাওয়া যায়। পড়ে পুলিশকে খবর দিলে থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বলৎকারের পড়ে হত্যা করা হয়েছে। তবে এই ঘটনার তদন্ত করেছে পিবিআই ও পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত আদ্বর রহমান নামে এক শিক্ষাক ও মোকলেছ নামে এক ছাত্রকে গ্রপ্তার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় সিয়ামের বাবা মনোয়ার হোসেন ভুট্টু থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।