ডেস্ক রিপোর্ট
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাদাবাজ চাঁদাবাজের গডফাদারদের নাম প্রকাশ
ইকবাল চৌধুরী স্বৈরাচারের অর্থ যোগানদাতা
পাং সাজাহান আওয়ামি লীগ সদস্য পদ
স্বৈরাচারি সরকার থাকা কালিন বিভিন্ন প্রভাব খাটিয়ে ১৫০ থেকে ৬০০-৭০০ টাকা চাঁদা আদায় করা হতো
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের মধ্য দিয়ে স্বৈরাচারের বিদায়ে নিরাপদ ও চাঁদামুক্ত ব্যবসা গড়তে চাই। আমরা ঐক্যবদ্ধ হইয়াছি।
সকল টার্মিনালে অবৈধ চাঁদা আদায়ে বন্ধ করা হয়
সড়ক পরিবহনে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করা
মালিক শ্রমিকদের জিম্মি ও হয়রানী বন্ধ করা
দুর্নীতিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
মালিক শ্রমিকদের ঐক্য শক্তিশালী করা।
উপরোক্ত আহবানে সকল মালিক শ্রমিকদের সাড়া দিতে আহবান জানাই
কোন ব্যক্তি অবৈধ চাঁদা চাইলে প্রশাসনের নিকট সহায়তা চাওয়া অনুরোধ রইল।
প্রচারে : বাস মালিক, শ্রমিক, ঐক্য ঢাকা চট্টগ্রাম