1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা  ৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই

মাগআকস’র সভাপতি মোজাম্মেল, সাধারণ সম্পাদক মনির

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থার (মাগআকস) বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয় লাভ করেন মোজাম্মেল হক। তিনি এবার আনারস মার্কা নিয়ে বিজয়ী হন।

এতে তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: শাহাদাত হোসেন বাবু গোলাপ ফুল মার্কায় পেয়েছেন ৩৮ ভোট। নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল-মনির-আমিন প্যানেল থেকে বিজয়ী হন। ফলাফল প্রকাশের পরে মোজাম্মেল-মনির-আমিন প্যানেলকে বিজয়ী ঘোষনা করা হয়।

 

শনিবার সকাল ৮টায় ঢাকার মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হয় বিকাল ৪টায়। ভোটাররা সকাল থেকেই পছন্দের প্রার্থীকে স্বাচ্ছ্যন্দে ভোট দেওয়া শুরু করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান বেলায়েত মিঠু। ফলাফল প্রকাশের পরে তিনি মোজাম্মেল-মনির-আমিন পরিষদকে বিজয়ী প্যানেল হিসেবে ঘোষনা দেন।

 

নির্বাচন সূত্রে জানা যায়, মালিবাগ গণপূর্ত আবাসন কল্যান সংস্থা (মাগআকস) এর বার্ষিক নির্বাচনে দুটি প্যানেল থেকে সর্বমোট ৩৭জন প্রার্থী অংশ নেয়। এতে ২৫জন প্রার্থী নিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয় মোজাম্মেল-মনির-আমিন পরিষদ। ভোটাররা জানান, সকাল থেকে ভোটের পরিবেশ ভালো ছিল। তারা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করেন।

 

মোজাম্মেল হক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য ও ঢাকার গণপূর্ত কর্মচারী বি ইউনিয়নের এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি শাহজাহানপুর ৩৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি পদেও দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচনে জয়ী হতে পেরে খুশি মোজাম্মেল-মনির-আমিন প্যানেল।

 

বিজয়ী প্রার্থী মোজাম্মেল হক বলেন, ইতিপূর্বে আমি বহু নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তবে এবারের বিজয়ে ভীষন খুশি আমি।

কারণ আমাকে ভোটাররা বিশ্বাস করে নির্বাচিত করেছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার প্যানেল থেকে মোট ২৫ প্রার্থী অংশ গ্রহন করেছিলেন। আলহামদুলিল্লাহ! আমরা পূর্ণ প্যানেলে জয়লাভ করেছি। এখন বসবাসরত এলোটিদের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com