রাসেল আহমেদ ক্রাইম রিপোর্টার রংপুর
রংপুরের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা এ্যাডভোকেট শামসুজ্জামানের ৭ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্নারণ সভার আয়োজন করা হয়।
রবিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে এই স্নারণ সভার আয়োজন করে মোখতার এন্টারপ্রাইজ। স্নারণ সভায় সভাপতিত্ব করেন মোখতার এন্টারপ্রাইজের উপদেষ্টা মোতাব্বের ইসলাম টমাস। এ্যাডভোকেট শামসুজ্জামান স্মাতি স্নারণ করেন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য দেন মোখতার এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোখরুর রহমান।
তিনি বলেন, আমার পিতার পড়েই যে মানুষটিকে আমি সন্মান করি তিনি রংপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট শামসুজ্জামান। তিনি একজন প্রগতিশীল রাজনীতিবীদও কমিউনিস্ট নেতা ছিলেন। সমাজঞ্চনের মানুষ হয়েও তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান। ১৯ ৭৩ সালে তিনি মিঠাপুকুরের এমপি প্রর্থী ছিলেন।
মোখতার এন্টারপ্রাইজের চিফ একাউন্টেন্ট ফজলে রাব্বির সনালনায় আরও বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজার মজির উদ্দিন, শিক্ষা বিষয়ক কর্মকর্তা আরিফুজ্জামান ফুয়াদ প্রমুখ। এছাড়া হক,সহকারী ম্যানেজার মনোয়ার হোসেন, ফার্ম ম্যানেজার রাঙ্গা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।