সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় থেকে মো:মুতাসিম বিল্লাহ(১৫) নামের একজন মাদ্রাসার ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার জহুরের নামাজ পড়ার জনয় নিজ বাসা থেকে বের হলে, একদল অপহরণ কারী মুতাসিম বিল্লাহ কে অপহরণ করে নিয়ে যায়। পরিবার ও স্হানীয়দের সূত্রে জানা যায়,মুতাসিম বিল্লাহ সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর উদ্দিনের ছেলে হাফেজ মো:মুতাসিম বিল্লাহ ছোট কুমিরা নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর)জহুরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়।পরে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে।কিন্তু মুতাসিম বিল্লাহ আর বাসায় ফিরেনি। এলাকার বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে সীতাকুণ্ড থানায় একটি নিখোঁজের জিডি করে মোতাসিম এর পরিবার।দু এক দিন পর একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং মোতাসিম বিল্লাহকে মুক্তিপণের জন্য ২ লক্ষ টাকার দাবি করে কল কেটে দেয় অপহরণকারী দল। ৩/৪ দিন ধরে অপরিচিত একটি নাম্বার থেকে কল করে টাকার দাবি করে এবং কাউকে যাতে এই কথা না বলে,সে কথা ও বলে। কাউকে বললে মুতাসিম বিল্লাহকে ক্ষতি করবে বলে ও হুমকি দেন অপহরণকারী দল।সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো:মজিবুর রহমান বলেন,থানায় নিখোঁজের একটি ডায়েরি করা হয়েছে। তবে অপহরণের বিষয়টি আমাদের জানানো হয়নি। মুতাসিম বিল্লাহকে উদ্ধারের কাজ চলমান আছে আমাদের।