অনলাইন তালাশ ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ রংপুর।
প্রত্যখদর্শীরা বলছেন, সাদা রঙ্গের একটি মাইক্রোতে ৪/৫ জন যুবক সকাল অনুমানিক ৯ টার সময় ওই নারীকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে মাইক্রোবাস টি তাদের পিষ্ট করার চেষ্টা করে ভিকটিমের পরিবার বলছে, তালাক প্রাপ্ত স্বামী এই ঘটনার মুল মাষ্টার মাইন্ড। নারীর জীবন সংশয়ে রয়েছে বলে তারা জানান।