1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা 

মোহাম্মদ আরমান চৌধুরী‌ ইউএই প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরমান চৌধুরী‌ ইউএই প্রতিনিধি

 

আরব আমিরাত প্রবাসী, বাংলাদেশী  হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের   বৃদ্ধ বাবা ইসহাক মিয়াকে (৭৪) পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার কারণে সংবাদ সম্মেলন করা হয়।

এই ব্যাপারে গতকাল দুবাই স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার ছেলে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াজের পাড়ার তার বাবা ইসহাক মিয়াকে  স্থানীয় সন্ত্রাসী যুবলীগের সভাপতির পরিচয়ে জাহির সোমবার রাতে  (১ ডিসেম্বর) তাদের  নতুন  বসত ঘরে  গিয়ে রাতের আধারে প্রবেশ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে বৃদ্ধ  ইসহাক মিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা মনে করেছে সে মারা গেছে। এই ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরেরদিন তার ছেলে এসে তাদের  নতুন বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায়  আহত  বৃদ্ধকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকে ডাক্তাররা তাকে মুমূর্ষ অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে   বৃদ্ধের স্ত্রীরও হাত-পা ভেঙে দেয়।  ২০২২ সালের ৩ মার্চ তাদের বসত ভিটার সব গাছ কেটে ফেলে।

সংবাদ সম্মেলনে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনৈতিক চাকাকে সচলে অবদান রাখছেন। এই প্রবাসীরা যখন বিদেশে অবস্থান করেন তখন তাদের পরিবার-পরিজন অনেকটা অভিভাবকহীন হয়ে থাকেন। এক্ষেত্রে তারা পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনায় থাকেন। অথচ সেই পরিবারের প্রতি স্থানীয় সন্ত্রাসীরা বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালায়। তাতে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা আছে বলে মনে হয় না। তিনি আরো বলেন, জায়গা জমির বিরোধে তার  বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তবে তিনি প্রবাসে অবস্থান করায়  এ ঘটনায় থানায় এখনো লিখিত কোন অভিযোগ  করতে পারেননি

তাই বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন প্রবাসীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com