1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪ থানার ওসি পদে রদবদল সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

সীতাকুণ্ডের শেখপাড়ায় তেলের ট্যাংকার লুটের চেষ্টায় আটক দুইজন

 সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে রং ফ্যাক্টরির তরল কাঁচামালবাহী একটি তেলের ভাউচার লুটের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে মামলা দায়েরের পর দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেলের ভাউচার চালক মো. নুর ইসলাম ওরফে বাবুল বাদী হয়ে অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ছিনতাইকারী জাহিদ হাসান রানা (২২), মো. কামাল উদ্দিন (২৭), মো. তাজু (২৬) ও মো. ছালেক (৩৫) সবাই সীতাকুণ্ডের পূর্ব লালানগর এলাকার বাসিন্দা। মামলার বাদী তেলের ভাউচার চালক মো. নুর ইসলাম ওরফে বাবুল জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম বায়েজীদের ট্যানারি বটতল থেকে উজালা পেইন্ট ইন্ডাস্ট্রিজের ১৩ হাজার ৫০০ লিটার সলবেন্ড (রংয়ের তরল কাঁচামাল) নিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা হন। তার গাড়িটি মহাসড়কের শেখপাড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা চারজন ছিনতাইকারী সিএনজি টেক্সি দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় তিনি গাড়ির গতি কমালে ছিনতাইকারীরা দৌঁড়ে গাড়িতে উঠে যায়। পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং সহকারী ইউসুফ ও তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় এবং চালকের আসন থেকে তাকে সরিয়ে ছিনতাইকারীরা তেলবাহী ভাউচারটি চালিয়ে নেওয়ার চেষ্টা করে। ভাউচার চালক বাবুল বলেন, গাড়িটি ঘটনাস্থল থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে নেওয়ার পর পেছনে থাকা টহল পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মহাসড়কের পাশে গাড়ির গতিরোধ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ছিনতাইকারী জাহিদ হাসান ও কামাল উদ্দিনকে আটক করে এবং ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটি উদ্ধার করে। এ ঘটনায় চালক বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com