সুব্রত বাবূ সিক্রেট রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নেস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো.শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তাঁরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর বরাতে বার আউলিয়ার হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালু স্তূপ করা রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় মোটরসাইকেলটির গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেলটিকে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।