ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ,জ,ম নাছির থাকাকালীন সময় উন্নয়ন কাজের টেন্ডার শুরু হয় টেন্ডার দেওয়ার কেছু দিন পরে কাজ উদ্বোধন করে সাবেক মেয়র আ, জ,ম, নাছির, লাইসেন্সধারী কন্ডাক্টারেরা টেন্ডার পাই নাই টেন্ডার পেয়েছে নামে বেনামে নেতারা কর্মীরা । টেন্ডারবাজ নেতাকর্মীদের দলীয় দাপড়ে ও আওয়ামী লীগের ক্ষমতার পাওয়ারে ঠিকমতো কাজ করে নাই হাজার হাজার জনগণের চলাচলের পথ ও রাস্তাঘাট তাদের ব্যক্তিগতভাবে সাইনবোর্ড ব্যবহার করা হয়েছে সেনাবাহিনী উন্নয়নের কাজের নামে সেনাবাহিনীর ভয়ে কথা বলতো না সাধারণ জনগ। টেলাঠেলিতে অবহেলাতে পার হয়ে গেল ৫ বছর শেষ হয়ে গেল সাবেক মেয়র আ,জ,ম, নাছির এর পথ পদবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ব্যক্তিগতভাবে চট্টগ্রামে দাঙ্গা আতঙ্ক ঝগড়া সৃষ্টি না হওয়ার জন্য ব্যক্তিগতভাবে বসিয়ে দিল চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরী কে নতুন মেয়র পাওয়ার পরে জনগণের মুখে সমালোচনা ৬ মাসের ভিতরে কাজ শেষ হয়ে যাবে ৬ মাস তো দূরের কথা শেষ হয় নাই বছর পর বছর।
৫ ই আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হয় দেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা , বাংলাদেশের মানুষ নতুন ভাবে জীবনযাপন করতেছে ভালো কিছু আশা করতেছে মাননীয় প্রতিষ্ঠা ড. মোহাম্মদ ইউনুছ মহাদয় থেকে বাংলার নতুন রূপে গঠিত সারা বাংলার এক বীরপুরুষ চট্টগ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন কাছ থেকে ভালো কিছু আশা করতেছে চট্টগ্রাম পাহাড়তলী ১১নং ওয়ার্ড জেলেপাড়া রোড রুপালি আবাসিক এর জনগণ