মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
পরিচ্ছন্ন থানচি উন্নত থানচি, আসুন থানচি পরিষ্কার রাখার প্রতিশ্রুতিবদ্ধ হই উপরোক্ত আহ্বানকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কতৃক,উপজেলার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনায় ভরপুর জায়গা সমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবি ও উপজেলা প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি তার অংশ হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখতে এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির আলোকে কাজ করে যাচ্ছে।
৭ই ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল সাড়ে নয়টায় বিজিবি জোন কমান্ডার খন্দকার তৈমুর হাসান খান পিএসসি এসি এর নির্দেশনায়, থানচি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এতে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নুরুল কবিরের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তিনদিন ব্যাপী এর প্রথমদিনে পদযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এতে সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,থানচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ প্রমুখ।
সাথে ছিলেন থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,সাবেক চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা,কারিতাস এনজিও সংস্থা হাদি রঞ্জন ত্রিপুরা, থানচি সদর ইউপির সাবেক চেয়ারম্যান ওবামং মারমা প্রমুখ।
জোন কমান্ডার মহোদয় বাজার ও বাস স্টেশনে ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ময়লা রাখার জন্য ১০টি হাই ডাস্টবিন, ময়লার ঝাড়ু ৫০টি, অংশগ্রহণ করা প্রত্যেককে হ্যান্ড গ্লাভস, গেঞ্জি বিতরণ করেন।
নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে পুড়ে ফেলা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে শত শত লোকজন অংশ গ্রহণ করেন।