ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
রংপুরের মিঠাপুকুরের জমিজমা সংক্রান্তের জেরে চারটি পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে কোহিনূর বেগম (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।
মামলার রাণী কোহিনূরের করা একের পর এক মিথ্যা মামলা আর হুমকি ভয়ে কোণঠাসা হয়ে পড়েছেন গ্রামবাসীরাও।তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই হয়ে যায় মামলার আসামী। সিনেমার স্টাইলে সাজানো নাটকে করেন মামলা। তার রয়েছে নিজস্ব ভাঙ্গা বাহিনী। সেই বাহিণীর সদস্যরাই প্রত্যেকটি মামলার সাক্ষী।
কোহিনূরের একের পর এক এমন কর্মকান্ডে ক্ষুদ্ব স্থানীয়রা। গ্রামবাসীর দাবি মামলাবাজ কোহিনূরকে থামাতে আইনপ্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্টদের কঠিন পদক্ষেপ নিতে হবে। অভিযুক্ত কোহিনূর বেগম উপজেলার রুপসী গ্রামের আজিজুর রহমানের স্ত্রী। সরেজমিনে জানা গেছে, প্রায় ১০ বছর আগে আজিজুর রহমান ঢাকায় থাকালিন সময়ে কোহিনূর বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
এরপর গত প্রায় ৮ বছর আগে গ্রামের বাড়িতে এসে স্ত্রী – সন্তান নিয়ে বসবাস শুরু করেন আজিজুর। কিন্তু গ্রামে আসার পর স্ত্রী কোহিনূর বেগম একের পর এক অযৌক্তিক কর্মকান্ডে জড়াতে থাকেন। মুল ঘটনার সূত্রপাত জমিকে কেন্দ্র করে। বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রাণীপুকুর এরশাদ মোর এলাকায় মমতাজ।