1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

শুঁকুন উদ্ধার রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শুঁকুন উদ্ধার করা হয়েছে 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

শুঁকুন উদ্ধার রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শুঁকুন উদ্ধার করা হয়েছে।  রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের একটি গাছে আটকে থাকা অবস্থায় শুকনটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের এক সদস্য জানান, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শুঁকুনটি বিশ্রামের জন্য গাছে এসে আটকা পড়ে।

প্রতি বছর শীতকালে হিমালয়ী গৃধিনী এই জাতের শুঁকুন বাংলাদেশের সমতল ভুমিতে আসে।

রংপুর প্রাণিম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, দীর্ঘ পথ ভ্রমণে অনেক শুঁকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে।

বিশাল আকৃতির এই শুঁকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচারণ করলে স্থানীয়রা উদ্ধার করে।

পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশ টিমের নজরে আসে।

তারা উদ্ধার করে পরদিন নিয়ে আসেন রংপুর নগরীর কারমাইকেল কলেজ মাঠে। পরে শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শুঁকুনটি দেখতে উৎসব জনতা ভিড় করে।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য নুর হাসান সোহেল জানান, আমরা প্রথমে স্থানীয়দের মধ্যেমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে।

এরপর তারা কি করবে বঝে উঠতে না পারায় আমাদেরকে জানা।

আমরা উতা ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে শুকুনটিকে উদ্ধার করি।

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, হিমালয়ী গৃধিনী শুঁকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যায় জন্য দিনাজপুর সিংগ রেসকিউ সেন্টারে হন্তান্তার করা হবে।

শুঁকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।

প্রতি শীতে বাংলাদেশের সীমানায় দেখা যায়। ২০ ১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com