রিপোর্ট-তাহমিদ খান
মিরসরাইয়ে বি’দ্যু’ৎ’স্পৃ’ষ্টে অয়ন দাশ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃ’ত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলার মিঠাছরা এলাকায় এই ঘটনা ঘটে।
অয়ন মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুজা বাড়ীর খোকন দাশের পুত্র। সে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ দুপুরে নির্মাণাধীন বসতঘরে পানি দেওয়ার জন্য পানির মোটরের লাইন মন্দিরে ভিতরে চকেটে লাগানোর সময় তার শরীরে বি’দ্যু’ৎস্পৃ’ষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে দায়িত্বে থাকা জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।