1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজস্থলীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন একজন মানবিক ও অসাম্প্রদায়িক নেতা হাটহাজারীর চারিয়া মুরাদ সড়কে দীর্ঘদিনের দুর্ভোগ, সংস্কারের আশ্বাস।  সমমনা আইনজীবী পরিষদের সাধারণ সভা: পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার কারিতাস ইউনিয়ন নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত  থানচিতে যুব দিবস পালন  হাটহাজারীর হাদী মো. জমির উদ্দীন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত। আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতির পিতার মৃত্যুতে শোক বার্তা জাতীয় ক্রাইম রিপোর্টক্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা উপ-কমিটি বাতিল করা হলো

উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায় শীতার্তদের পাশে ওব্যাট হেল্পার্স

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

 

ইউএস ভিত্তিক জনকল্যান ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট হেল্পার্সের উদ্যোগে রংপুর রেলওয়ে স্টেশন এর প্লাটফর্মে রাত্রী যাপনকারী অসহায়, অস্বচ্ছল এবং শারিরীক ও মানসিক ভারসাম্যহীন অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।

শুক্রবার গভীর রাত্রে  রংপুর রেলওয়ে স্টেশনে এলাকায় ওব্যাট হেল্পার্সের রংপুর এর প্রজেক্ট অফিসার মোঃ শাহীনুর রহমান এবং ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মোঃ মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে, ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসা স্বরূপ কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আল-আমিন।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ মুক্তমহাদল এর গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন। এছাড়ও কম্বল বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আহাদ হোসেন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সম্পাদক মোঃ ফারহান সহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

কম্বল বিতরন কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে ওব্যাট ওপেন স্কাউট গ্রুপ, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট সদস্যবৃন্দ।

ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট অফিসার শাহীনুর এবং কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ জানান ওব্যাট হেল্পার্স সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে। বন্যার সময় ত্রান বিতরণ, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।বর্তমানে পাবর্তীপুর, রংপুর, সৈয়দপুর,ডিমলা, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শীতের উপহার স্বরূপ কম্বল পেয়ে যেমনটি আনন্দিত অসহায় শীতার্তরা, ঠিক তেমনটি অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিতে পেরে আনন্দিত ওব্যাট হেল্পার্স পরিবার।

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে রংপুর রেলওয়ে স্টেশনে কম্বল বিতরন কার্যক্রম সম্পাদনে সহযোগিতা করায়ম পুলিশ, স্কাউট ও ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান ওব্যাট থিঙ্ক থ্যাঙ্ক এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com