আব্দুর রাজ্জাক
১। কক্সবাজারের চকরিয়া থানায় গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখ সাবেক এমপি হাসিনা আহমেদ এর গাড়ি বহরে হামলা এবং ১৩ নভেম্বর ২০২৪ তারিখ নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়। উক্ত মামলাদ্বয়ের প্রেক্ষিতে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র্যাব।
২। র্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানা যায় যে, উক্ত মামলাদ্বয়ের এজাহারনামীয় আসামী ফজলুল করিম সাঈদী আইন-শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন লালপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে বর্ণিত মামলাদ্বয়ের এজাহারনামীয় আসামী ফজলুল করিম সাঈদী’কে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়: ফজলুল করিম সাঈদী (৫২), পিতা-মৃত ইছহাক কন্ট্রাক্টর, সাং-ষ্টেশন পাড়া, ২নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এজাহারনামীয় পলাতক আসামী আইন-শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল বলে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।