1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

বিদেশি পিস্তল ৭.৬৫ সহ ম্যাগাজিন নরসিংদীর শিবপুরে ডাকাত গ্রেফতার 

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার 
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

সুব্রত বাবু সিক্রেট রিপোর্টার

নরসিংদীর শিবপুরের অদ্য ২১শে ডিসেম্বর ২০২৪ ইং ডাকাত সরদার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২)কে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ও ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি আজিজুর রহমান আজীকে গ্রেফতার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্বে গ্রেফতারকৃত ডাকাত সরদার আজিজুর রহমান আজীর দেওয়া তথ্য মোতাবেক লণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তার নামে শিবপুর মডেল থানায় ডাকাতির মামলা রয়েছে।

মামলার নং ১(১১)২৪ ইং ধারা ৩৯৫/ ৩৯৭ পেনাল কোড । ডাকাত সর্দার আজিজুর রহমান আজী বৈরাগী (৩২) পিতা ঃ জয়নাল আবেদীন বৈরাগী, সাং সৃষ্টিঘর

(মুরগীবের) থানা শিবপুর । সে শিবপুর থানা ইটাখোলা বাস স্ট্যান্ড থেকে ভৈরব হাইওয়ে রোড এর হাজী বাগান নামক স্থানে ১৮ জন বিসিএস কর্মকর্তা সপরিবার নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপ দিয়ে ডাকাতির ঘটায় তাকে সৃষ্টঘর এলাকা থেকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজীকে গ্রেফতার করতে সক্ষম হন।

ডাকাতের দেওয়া তথ্য ও সনাক্ত মতে তার নিজ বাড়ি থেকে উল্লেখিত মামলায় লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয় । ডাকাত সরদার আজীর আস্তানা ও তার টং দোকানের দক্ষিণ পূর্ব কোণের অত্যন্ত সুরক্ষিত স্থান হইতে একটি বিদেশী পিস্তল ৭.৬৫ ম্যাগাজিন সহ উদ্ধার করা হয় । তার নামে একাধিক ডাকাতি, হত্যা,প্রকাশ্যে খুন জখম ও মার্ডার করার জনশ্রুতি আছে । কিন্তু জনসাধারণের জানমাল,

জীবন যাত্রার নিরাপত্তা না থাকায় কারণে তাদের বিরুদ্ধে কেহই মামলা করার সাহস পায়না।

অস্ত্র উদ্ধার সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন,শিবপুর থানা আইনশৃঙ্খলা ভালো আছে, অপরাধ করে কেউ ছাড় পাবেনা,

সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে শক্ত ভাবে দমন করা হবে । অপরাধীদের পক্ষে কোন তদবির সুপারিশ চলবে না ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com