1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সারাদেশ সহ রাজশাহীতে ক্ষতিগ্রস্ত পান চাষী, পানের দাম বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান রংপুরের পত্রিকা বিক্রেতার মেয়ে এইচএসসিতে জিপিএ-৫ লাভ। গাজীপুরে অর্থ আত্মসাধ মামলায় আত্মসমর্পণ করে বিএনপি নেতা ও সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজন কারাগারে  পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রংপুরে সাত দফা দাবি আদায়ে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা কালীগঞ্জে ছদ্মবেশে অপহরণ, নারী গ্রেফতার বিজিবির যৌথ অভিযানে অস্ত্র গোলাবারুদসহ আটক দুই কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- রুকন সম্মেলনে অধ্যাপক আহসান উল্লাহ 

গংগাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে

কমেছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম।সে সাথে কমেছে মাদকসেবীদের আগমনও। যা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছে।এলাকাবাসী জানায়, মর্নেয়া ইউনিয়নে আগে মাদক কারবারীদের নির্দিষ্ট স্থান থাকলেও থানা পুলিশের তৎপরতায় এখন মাদকের নির্দিষ্ট কোন আস্তানা নেই।আস্তানা তৈরি করতে চাইলেও পুলিশের বিশেষ নজরদারিতে তারা ব্যর্থ হচ্ছে।পুলিশের কড়া অবস্থানের কারণে অনেক মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছেন।একদিকে মাদক পাচারকারী অন্যদিকে বহনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনরাত চলছে বিশেষ অভিযান। এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা। এতে জনমনে অনেকটাই স্বস্তি এসেছে বলে স্থানীয়রা জানান।

মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকার স্বপন মিয়া নামে এক যুবক বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।অনেকে ব্যবসায় স্থগিত রেখেছে। তিনি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান।হৃদয় নামে আর এক যুবক বলেন, এক সময় এ এলাকায় মাদক ব্যবসায়ীদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছিল এতে অনেকেই তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন।

আগে যত্রতত্র দিন দুপুরে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রি করতে দেখা যেতো অবাধে। এতে যুব সমাজে মাদকাশক্তের পরিমাণ চরম বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে থানা পুলিশের ব্যাপক তৎপরতায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমি যোগদানের পর নভেম্বর মাসে ১৬ টি ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ২১টি মাদক মামলা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।সকলের সহযোগিতায় এই থানাকে মাদকমুক্ত করে গড়ে তুলবার চেষ্টা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com