1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজস্থলীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেস বিজ্ঞপ্তি রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইকবাল হোসেন একজন মানবিক ও অসাম্প্রদায়িক নেতা হাটহাজারীর চারিয়া মুরাদ সড়কে দীর্ঘদিনের দুর্ভোগ, সংস্কারের আশ্বাস।  সমমনা আইনজীবী পরিষদের সাধারণ সভা: পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার কারিতাস ইউনিয়ন নেটওয়ার্কিং ফোরাম সভা অনুষ্ঠিত  থানচিতে যুব দিবস পালন  হাটহাজারীর হাদী মো. জমির উদ্দীন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত। আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতির পিতার মৃত্যুতে শোক বার্তা জাতীয় ক্রাইম রিপোর্টক্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা উপ-কমিটি বাতিল করা হলো

সন্তান হারিয়ে বাবা-মায়ের আর্তনাদ,বিচারচাইএভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ গুরুতর

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো

চিকিৎসায় অবহেলায় গর্ভাবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের সন্তানের মৃত্যুর অভিযোগ ওঠেছে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে। এখানকার সবচেয়ে দামি হাসপাতাল হিসেবে এটির বিশেষ পরিচিতি রয়েছে। সবচেয়ে ব্যয়বহুল এমন হাসপাতালের যাত্রার শুরু থেকেই রয়েছে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ।সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটে।সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক বলেন, ‘আমি আমার স্ত্রীর ডেলিভারির জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসায় গাফিলতি করে। যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর কথা তিনিও অনেক দেরিতে আসেন। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চা মারা যাওয়ার কোনো সুনির্দিষ্ট কারণও দেখাতে পারেনি।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক।তিনি বলেন, ‘আমার স্ত্রী এভারকেয়ার হাসপাতালের গাইনি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. সানজিদা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। তার সব রিপোর্টই ঠিকঠাক ছিল। আমরা এটাও বলি যে, নর্মাল ডেলিভারি সম্ভব না হলে যেন সিজার করে ফেলা হয়।’চবির এ শিক্ষক বলেন, ‘১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৪টার দিকে আমার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। আমরা ভোর সাড়ে ৫টায় এভারকেয়ারে পৌঁছাই। তখনই ডা. সানজিদা কবিরকে ফোন করে বিষয়টি অবহিত করি। উনি জরুরি বিভাগে ভর্তি হতে বলেন। তিনিও শিগগিরই চলে আসবেন বলে আমাদেরকে জানান। কিন্তু তিনি আসেন সকাল সাড়ে ৯টায়। পরে ১০টা ৫২ মিনিটে নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন, মৃত বাচ্চা প্রসব হয়েছে।তিনি দাবি করেন, ডা. সানজিদা কবির আসার আগেই সাধারণ ডাক্তারদের আনাড়িপনায় গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হয়েছে।আবু বকর ছিদ্দিক বলেন, ‘সুস্থ বেবির হার্টবিট হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ কেন সানজিদা কবিরকে আসতে আদেশ না করে সাধারণ ডাক্তার দিয়ে ডেলিভারির ব্যবস্থা করলেন তাও পরিষ্কার নয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com