মোঃ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
বান্দরবান আলীকদমের রেফার ফাঁড়ি বাজার পাড়ায় অভিযান চালিয়ে বখাটে হিন্দু যুবক নয়ন ধরকে গ্রেপ্তার করেছে র্যাব সদর দপ্তর কক্সবাজার। ২৮ ডিসেম্বর’২৪ দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। নয়ন ধর রেফার ফাঁড়ি বাজার পাড়া ১নং ওয়ার্ড সেনাই ধরের ছেলে।
উল্লেখ্য যে, নয়ন ধর চাঁদপুরের মুসলিম মেয়ে সানজিদাকে (১৫) অনলাইন পরিচয়ে ফুসলিয়ে নিয়ে আসে নিজ গ্রাম আলীকদমে। তার চাচাত ভাই রুবেল ও সহযোগী কয়েকজনের কৌশলী ফাঁদ এক প্রকার মেয়েকে জোরপূর্বক ধর্মান্তরিত করার ব্যর্থ প্রচেষ্টা চালায়। সপ্তাহখানেক ব্যবধানে কক্সবাজার নয়ন ধরের আত্মীয়ের বাসা থেকে পুলিশের সহযোগীতায় মেয়েকে উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নয়ন ধর। শীঘ্রই নয়ন ধরের সহযোগী বাকীরাও আসছে আটকের আওতায়।