1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালু নিলাম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইউএনও তনিমা আফ্রাদ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১১ লাখ টাকার চেক ও ৫ লক্ষ্য টাকার সঞ্চয়পত্র বিতরণ চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে মদন উপজেলা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান , যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন চন্দনাইশ পৌরসভা মেয়র হতে চেয়ে পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের মামলা নরসিংদীর ঘোড়াশালে প্রান আরএফএলের কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে চট্টগ্রাম হাটহাজারী ঐতিহাসিক তিনটি দিঘী পু:নখননের উদ্যোগ র‍্যাবে কর্মরত এএসপি পলাশ সাহা গুলিবিদ্ধ লোমহর্ষক মৃত্যু  গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বেকারীতে পরিদর্শন

খেলাধুলার মাধ্যমে বিভেদ নই ঐক্য গড়ে তুলতে হবে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এর অধীনস্থ ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকলাইপাড়া সাব জোনে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে‌।

রবিবার৫ জানুয়ারি ২০২৫ইং, সকাল ১০টায় দুলাচরণ পাড়া ফুটবল মাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বিভিন্ন অংশগ্রহণকারী দলের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ কার্যক্রমের মধ্যে দিয়ে ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন মেজর আনোয়ারুল হোসেন পিএসসি এসি

বাকলাইপাড়া সাব-জোন আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতায় সর্ব মোট ১০টি দল অংশগ্রহণ করে। বাকলাই পাড়া, প্রাতা পাড়া, বাসিরাম পাড়া, কংলাইপাড়া, কাইথন পাড়া, শিমলম্বি পাড়া, শেরকর পাড়া, দোলাচরণ পাড়া, নয়াচরণ পাড়া, বল্লম পাড়া মিলে সর্ব মোট ১০টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

বাসিরাম পাড়া বনাম দুলাচরণ পাড়া ফুটবল দলের খেলার মধ্যে দিয়ে বাকলাইপাড়া সাব জোন আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের জোন উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল হোসেন ,পিএসসি ও বাকলাইপারা সাবজোন কমান্ডার মেজর আরাফাত রোকনী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি সদর চেয়ারম্যান অং প্রু ম্নো, সদস্যজীবন ত্রিপুরা, ওকোয়াল কার বোম।

এছাড়াও আনন্দগন মুহূর্তে অত্র সাব-জোনের অফিসার, জেসিও , সেনা সদস্যবৃন্দ, বাকলাইপাড়া সাব-জোন এর ক্রীড়া প্রেমীবৃন্দ উপরোক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়াড়,খেলাধুলার মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে,সকলকে একযোগে কাজ করে ফুটবল খেলা কে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে,খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।

তিনি আরো বলেন বর্তমান সময়ে গ্রাম গঞ্জে মাঠে-ঘাটে খেলাধুলা বিষয়টি বিলুপ্তির পথে।যে বয়সে তরুণ প্রজন্মদের মাঠে থাকার কথা সে বয়সে তারা অন্যথায় অপ্রয়োজনে সময় নষ্ট করে বিপথগামী হচ্ছে।খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে।

খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই তো জাতি ধর্ম নির্বিশেষে কিছু দেয়া সম্ভব হবে তিনি আরো বলেন আজকের এই খেলার মধ্য দিয়ে আমরা সাম্যের গীত গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ,পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে থানচি উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান অং প্রু ম্নো বলেন, সেনাবাহিনীর বরাবরই দেশ ও দশের জন্য সর্বদা নিবেদিত প্রাণ।

খেলার আয়োজন করায় ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পাশাপাশি বর্তমানের মতো ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com