মোঃ কামাল উদ্দিন ক্রাইম রিপোর্টার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/কাজী মনিরুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৫/০১/২০২৪ তারিখ রাতে চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-২০/০৯/২০২৪ইং, ধারা-143/147/148/149/326/307/302/109/34 The Penal Code, 1860 তৎসহ ধারা- 3A The Explosive Substances Act, 1908 মামলার তদন্তে প্রকাশিত আসামী মোঃ এরশাদ আলম (৪০), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-রওশন আরা বেগম, সাং-উত্তর চান্দগাঁও, বেপারী পাড়া, শংকর দেওয়ানজীরহাট, মিন্নাত আলী সওদাগরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী চান্দগাঁও থানার ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী।