মোঃমোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি
অবৈধভাবে কাঠ পাচারকালে বনবিভাগ অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়ায় বিপুল পরিমাণে চোরাই গর্জন কাঠভর্তি ট্টাকগাড়ীসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে ফুলছড়ি রেঞ্জাধীন ফুলছড়ি বিট এলাকা হতে গাড়ীসহ আটক করা হয়।
উক্ত গাড়ীতে ৪৬ টুকুরা গোল মুল্যবান গর্জন কাঠ রয়েছে বলে বনবিভাগ জানায়।
জানা যায় চকরিয়ায় ট্টাকভর্তি চোরাই কাঠ পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহলকালে মোঃ রাশিক আহসান, সহকারী বন সংরক্ষক, রেঞ্জ কর্মকর্তা, ফুলছড়ি রেঞ্জ এর নেতৃত্বে ফুলছড়ি এলাকায় অভিযান চালায় ৪৬ টুকরা গর্জন গোল কাঠ (২৪১. ৮২ ঘনফুট) সহ একটি বড় ট্রাক আটক করা হয়েছে। এ সময় একজন আসামীকে হাতেনাতে আটক হয়। এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বনবিভাগ জানায় । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে ফুলছড়ির বিট কর্মকর্ত ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন ।