ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম পাহাড়তলী সংকটাপন্ন রাসমনি বারুনী স্নান ঘাটে দ্বীপে প্যারাবন নিধন থেমে নেই। প্যারাবনের ছোট ছোট ঘাস কেটে চলছে চিংড়িঘেরের নির্মাণকাজ। এবার প্রায় ১ হাজার ১০ একর প্যারাবনের ঘাস ধ্বংস করে ১০টির বেশি চিংড়িঘের নির্মাণ করছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা।
গত বছর ঘূর্ণিঝড়ে কয়েক হাজার জেলেরা আশ্রয় নিয়েছিল বুট ও তাদের জাল মাল নিয়ে উপকূলে ভেসে ওঠা দ্বীপ না হলে ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাইতো না আকবর শাহ, পাহাড়তলী, হালিশহর এলাকার জনগণ
মাসের পর মাস ধরে প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণের কারণে ঝুঁকির মুখে রয়েছে বঙ্গোপসাগরের বুকে ছোট দ্বীপ। বন ধ্বংসকারী সরকারদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও বেজা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা।