1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা সিএমপি ডিবি’র অভিযানে মালামাল সহ ছিনতাইকারী চক্রের আটক ৫ চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্স বান্দরবানে কয়েক দিনের বৃষ্টিপাত অব্যাহত, অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় বেড়েছে ধসের শঙ্কা চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত অন্তত ৮ বিয়ের নামে নারীর সাথে প্রতারণা; আদালতে ধর্ষণ মামলা দায়ের, পিবিআইকে তদন্তের নির্দেশ ভুমি দস্যূ হাসনা বেগমে ‘র প্রতারণা ও অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সরকারি কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ নিখোঁজ বিজ্ঞপ্তি নাম: সিদ্ধার্থ শংকর সূত্রধর (৩৭) কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল

বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের দাবিতে রংপুরে মানবন্ধন কর্মসূচি পালন

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে সম্পূরক শুল্ক প্রত্যাহার ও ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি নুরুল হক মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ন সম্পাদক আব্দুল খালেক, দোকান মালিক সমিতির যুগ্ন সম্পাদক আলমগির হোসেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক নুরুন্নবী লাকু, কোষাধ্যক্ষ হেলাল হোসেনসহ উপস্থিত নেতৃবৃন্দ। মানবন্ধনের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। সরকার ভ্যাটের হার ৫% হতে বৃদ্ধি করে ১৫% আরোপ করেছেন। আমাদের দাবি ছিল ভ্যাট কমিয়ে রেস্তোরাঁ সেক্টরে ৩% নির্ধারণ করতে হবে। স্ট্রিট ফুড সহ সকল খাদ্য ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে হবে কিন্তু পরিতাপের বিষয় সরকার ভ্যাটের আওতা বৃদ্ধি না করে আমরা যারা নিয়মিত ভ্যাট দিয়ে আসছি এবং সকল ধরনের কমপ্লাইনস মেনে রেস্তোরাঁ ব্যবসা করে আসছি তাদের উপরেই তিনগুণ ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছেন।

এছাড়া আরো ১০% সম্পূরক শুল্ক বিদ্যমান আছে। বর্ধিত ভ্যাট ও এস ডি সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে না হলে আমাদের ব্যবসা ছেড়ে বাসায় বসে থাকতে হবে। তাই প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জরুরী ভিত্তিতে সমাধান আশা করছি।

এ সময় রংপুর জেলার রেস্তোরাঁ ও বেকারীর মালিকগণ এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com