1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিজিবি’র ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ রাজশাহী মোহনপুরে কৃষি প্রণোদনার চারা ও কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন  মিঠাপুকুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ  বান্দরবানে যুবককে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবী; কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কালীগঞ্জের জামালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিতঃ ওসি মাসুদ রানা” ওসি থেকে এসআই সন্তান ধারণে অক্ষমতার মিথ্যা অভিযোগ: দুই বছরের সংসার ভেঙে দিলো শ্বশুরবাড়ি, মেয়েপক্ষের দাবি ক্ষতিপূরণের নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত**

মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত  ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা 

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ। 
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।

বাল্য বিবাহ রোধ করি, সুন্দর বাংলাদেশ গড়ি”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল সোমবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুশাপুর মাদ্রাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রাশেবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মল্লিকা পারভীন, মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল,মুশাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশিকুর রহমান।

দুর্গাপুর ইউনিয়ন যুব ফোরামের সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক বিলাশী রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আজিজুল ইসলাম সহ দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা গ্রাম উন্নয়ন কমিটি, ধর্মীয় নেতৃবৃন্দ,শিশু,যুব

ফোরাম, যুব ভিজিল্যান্স দলের সদস্যবৃন্দ, অভিভাবক  ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

বক্তারা বক্তব্যে  বলেন, সমাজকে বাল্য বিবাহের অভিশাপমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধি দুর করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্য বিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারাই বাল্যবিবাহ করে। সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মাধ্যমে ২০২৩ সাল থেকে ২ হাজার ১৫৩ জন কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ মুক্ত হওয়ায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com