ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ
র্যাব এর যৌথ অভিযানে ফেনী সদর থানা এলাকা হতে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চাঞ্চল্যকর ক্লুলেস সিয়াম হত্যা মামলার আসামী গ্রেফতার হয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩, সিপিএসসি এবং র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের চৌকস আভিযানিক দল যৌথ অভিযানে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেলার ফেনী সদর থানাধীন মধ্যম ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গঙ্গাচড়া থানার ক্লুলেস সিয়াম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী রংপুর জেলার সদর থানার উত্তর খলেয়া হাজীপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে মোঃ হাছেদুল ইসলাম ওরফে বাসুকে (৪৩) গ্রেফতার করা হয়।
এজাহার অনুযায়ী জানা যায়, ভিকটিম মোঃ সিয়াম (২৩) গত ২৭অক্টোবর/২৪ তারিখ রাত ৯টায় তার ব্যবহৃত লাল রংয়ের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউনিয়নের খলেয়া গুঞ্জিপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন ২৮ অক্টোবর সকালে গঙ্গাচড়া থানাধীন ০২ নং খলেয়া ইউনিয়নের ০১ নং লালচাদপুর নয়াপাড়া সাকিনের পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজ প্রকল্পের সুইচ গেইট এর পূর্ব বাধেরপাড় সংলগ্ন জনৈক মোঃ লাভলু মিয়া (৫০) এর ইরি ধান ক্ষেতে সিয়ামের লাশ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় অত্যন্ত চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খলেয়া ইউনিয়নবাসী সিয়ামের হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চাঞ্চল্যকর এই ঘটনাটি র্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প এর নজরে আসলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকল ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার করে গত ০১ নভেম্বর/২৪ তারিখে এই হত্যা মামলার প্রধান আসামী স্বাধীনকে গ্রেফতার করে। পরে আসামীর জবানবন্দি অনুযায়ী জানা যায় তার ০২ জন সহোযোগীর সহায়তায় সে এই হত্যা কান্ড ঘটায়। তার দেওয়া জবানবন্দি অনুযায়ী তার সঙ্গীয় আসামী মোঃ হাছেদুল ইসলাম ওরফে বাসু (৪৩) এর নাম উল্লেখ করে এর জের ধরে র্যাব-১৩ কর্তৃক বাসুর তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।