1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ নরসিংদীর শিবপুরে সাত জনকে গ্রেফতার উখিয়ায় বেশি দামে গ্যাস বিক্রি: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রাত্রিকালে অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে বিজয়নগর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, ১ মাদক কারবারী গ্রেফতার। 🔴 নিখোঁজ সংবাদ / সাহায্যের আবেদন 🔴 লামায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে আনসার প্লাটুন কমান্ডার এর নিজস্ব অর্থায়নে অসহায় প্রতিবন্ধীদের মাঋে শীতবস্ত্র বিতরণ উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কাকতিয়া দরবার শরীফে পবিত্র মিরাজুন্নবী (দ:) ও সালানা ওরছে গাউছুল আজম (রা:) উপলক্ষ্যে ঈছালে ছাওয়াব মাহফিলে অনুষ্ঠিত হয়

মোঃ আবদুল কাদের (চট্টগ্রাম) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ আবদুল কাদের (চট্টগ্রাম)

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজ্বী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, প্রফেসর ড: মুহাম্মদ আবুল মনছুর ও আলহাজ্ব মীর কায়কোবাদ।

পবিত্র মিরাজুন্নবী (দ:) ও সালানা ওরছে গাউছুল আজম (রা:) মাহফিলে লাখো মুসল্লির ঢল

শরীয়তসম্মত কর্মসূচির আলোকে সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা:)মাহফিল অনুষ্ঠিত হয়।

“পীর মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া” এই মহান প্রতিপাদ্যকে বাস্তবায়ন করে ইতিহাসের বুকে স্মরণীয় বরণীয় হয়ে আছেন খলিফায়ে রাসূল (দ:) হযরত গাউছুল আজম (রা:) শরীয়তকে পরিপূর্ণ অনুশীলন এবং প্রিয় রাসূল (দ:) এর মুহাব্বত ও অনুসরণের মাধ্যমে হযরত গাউছুল আজম (রা:) অলৌকিকভাবে বায়াতে রাসূল (দ:) এর মধ্য দিয়ে খলিফায়ে রাসূল (দ:) এর আলিশান মর্যাদা অর্জন করেছেন, মাশাআল্লাহ যে পথ ধরে হযরত গাউছুল আজম (রা:) আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন সেই মহান পথের সন্ধান পাওয়ার জন্য প্রতিষ্ঠিত করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত। যে তরিক্বতে রয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, তাওয়াজ্জুহ এর মাধ্যমে প্রিয় রাসূল (দ:) এর বাতেনি নূর ক্বলবে গ্রহণ, ফয়েজে কুরআন, মোরাকাবা, তাহাজ্জুদ, জিকিরে জলী ও জিকিরে খফির ব্যবস্থাপনা। এই মহান তরিক্বতে মুহাব্বতের নিয়তে দৈনিক ১১১১ বার দরূদ শরীফ পড়তে হয়, কখনো ক্বাজা হলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করে দিতে হয়। দরূদ শরীফ এর ক্বাজা আদায়ের এমন নজির পৃথিবীতেই বিরল। খলিফায়ে রাসূল (দ:) হযরত গাউছুল আজম (রা:) নিজে যেমন এই সমস্ত আমল করেছেন স্বীয় অনুসারীদেরকেও সেই মতে তালিম দিয়েছেন। পবিত্র মেরাজুন্নবী (দ:) এর বরকতময় সময়ে এই মহান মনীষীর বেছাল শরীফ। যাঁর স্মরণে অনুষ্ঠিত সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা:) যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতের কমতি এই মহান ওরছে পাকে ছিল না। গরু-ছাগল-মহিষ, নজর-নেওয়াজ কোন কিছুই আনার অনুমতি, মহিলাদেরও ছিল না এই ওরছে পাকে আসার অনুমতি। মহিলাদের জন্য ছিল ঘরে বসে খতমে কুরআন আদায়, নফল রোজা রাখার মাধ্যমে ওরছে পাকের বরকত হাসিল করার সুযোগ। হযরত গাউছুল আজম (রা:) সমস্ত জীবন শরীয়ত ও সুন্নাতের আলোকে জীবনযাপন করেছেন। এরই আলোকে তাঁর ওরছে পাকে যেমন শরীয়ত ও সুন্নাত বিরোধী কিছু ছিল না অনুরূপভাবে তাঁর রওজা পাকেও নেই শরীয়ত ও সুন্নাত বিরোধী কোন কার্যক্রম, নেই কোন দানবাক্স, সিজদা করার অনুমতি কিংবা মোমবাতি প্রজ্বলনের সংস্কৃতি। শেষ যুগে এসে এই মহান মনীষীর তরিক্বত উম্মতে মুহাম্মদীর জন্য বিশাল এক নিয়ামতের বিষয়, যার সংস্পর্শে এসে পথহারা মানুষ খুঁজে পায় আল্লাহ ও রাসূল (দ:) এর সন্ধান যে তরিক্বতের পথ পরিক্রমায় মানুষ পৌঁছে যায় মঞ্জিলে মকছুদের ঐশী সোপানে, সুবহানআল্লাহ।

২৭ জানুয়ারি (সোমবার) দিন-রাতব্যাপী চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে ৭২তম পবিত্র মিরাজুন্নবী (দ:) উদযাপন ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ঈছালে ছাওয়াব মাহফিলে এ মহামনীষীর একমাত্র খলিফা, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়ক ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড: মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা ওরছে পাকে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ, সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর বদিউজ্জামান,আলহাজ্ব মীর কায়কোবাদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক জাহাঙ্গীর আলম-উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫৫ মিনিটে টেকনাফ–কক্সবাজার মহাসড়কের কোর্টবাজার আলিমুড়া এলাকায় অবস্থিত ৮ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন সূত্র জানায়, এসআই (নি:) মোঃ নুর নবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনক চলাফেরার কারণে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে আশপাশ থেকে আগত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে কালো রঙের পলিথিন থেকে ১৮টি লকযুক্ত এয়ারটাইট সাদা পলি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর থেকে মোট ৯০০ পিস অ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। আটক যুবকের নাম মোঃ আবদুল্লাহ প্রঃ মোঃ ওসমান (১৯)। তিনি বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ১১০১৫৬। তার পিতার নাম মৃত ইলিয়াস এবং মাতার নাম হালিমা খাতুন বেগম। উদ্ধারকৃত ইয়াবা সদৃশ ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

© www.dainikonlinetalaashporbo21.com