স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীতে কলেজে পড়ুয়া শিক্ষার্থীকে ছিনতাই করতে গিয়ে পাবলিকের গনধোলাই এর শিকার হয়ে ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম রাহাত নিজেকে ছাত্রদল পরিচয় দিয়ে পালিয়ে যায়। রাহাত পৌরসভার ৪ নং ওয়ার্ড সবুজবাগ এলাকার বাসিন্দা মামুন প্যাদার ছেলে এবং মজিদ প্যাদার নাতি।
মঙ্গলবার (২৮-ফেব্রুয়ারী ২০২৫ ইং) তারিখ সন্ধ্যায় পৌর শহরের মহিলা কলেজ আনছার ক্যাম্প সংলগ্ন লেকের পাড় সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানাগেছে, ছিনতাইয়ের কবলে পড়া শিক্ষার্থী একই ওয়ার্ড তিতাস মোড় এলাকার বাসিন্দা রেদোয়ান রহমান সুরবীন। সুরবীন ও তার পারিবারিক সুত্রে জানা যায় ঘটনার কিছুক্ষন আগে চাচার কাছ থেকে টাকা নিয়ে বাসায় ফিরতে ছিলো। হঠাৎ লেকের পাড়ে পথরোধ করে গলায় চাইনিজ কুরাল ঠেকিয়ে মোবাইল ফোন ও নয় হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছাত্রলীগের তরিকুল ইসলাম রাহাত।
এসময় কলেজ শিক্ষার্থীর ডাকচিৎকার শুনে আশেপাশের লেকেরপাড় ঘুরতে আসা ও স্থানীয় জনগন ছুটে আসলে রাহাত পাবলিকের গনধোলাই এর কবলে পরে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে চিহ্নিত ও কুখ্যাত ছিনতাইকারী রাহাত প্যাদা পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, রাহাত সাবেক জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভিপি মন্নানের ক্যাডার ছিলো। আওয়ামীলীগ সরকারের আমলে ভিপি মান্নানের ছত্র ছায়ায় থেকে চুরি ছিনতাই ও চাঁদাবাজি করতো।ওরসাথে সবসময় সঙ্গী হয়ে একটি মেয়ে থাকে ঐ মেয়েটির সহযোগিতায় ছিনতাই করে। এবং মেয়েটিকে ব্যবহার করে বিভিন্ন মানুষ কে হয়রানি করে টাকা আদায় করে নিতো।
এবিষয়ে কলেজ শিক্ষার্থীর পিতা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি মোবাইল ফোন ও নগত ৯ হাজার টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ করেছেন।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ছিনতাই করার অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।