ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ।
মহাস্থান রেজিমেন্ট কমান্ডার এর পক্ষ হতে মেজর মাশকুরুর রহমান রওনক স্যার ও সেকেন্ড লেফটেন্যান্ট আশরাউল হক স্যার, ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের, মিঠাপুকুর প্রতিষ্ঠানের নিহত ক্যাডেট মোজাহিদের বাড়ি পীরগঞ্জ গমন করেন, মুজাহিদের কবর জিয়ারত করে, পিতা-মাতাকে সান্তনা দিয়ে তাদের হাতে আর্থিক সহযোগিতা ও রেশন বিতরণ করেন।